দিনের শেষে

চাসার ছেলে বাসায় ফেরে

দিনের শেষে কাদা মেখে

মুখের পানে তাকিয়ে হাঁসে

অর্ধাঙ্গীনি আর ছেলে মেয়ে ,

সর্ষের চাষ করে কষ্টে দিন কাটে

কাদম্বিনীর পরশ লেগে

সূর্য মেশে দিনের শেষে ।

মুক্ত ঝরায় হাঁসি মুখে

বিলীন হয়ে অশ্রু স্নেহে

পাশের বাড়ির কুন্তি মাসি

সাঁঝের বেলায় নিত্য লড়ে

ভরন পোষণ , বাড়তি পাওনা

এসব ছাড়া আশ মেটেনা

সেই দরিদ্রতার সংসারে ।

কাদম্বিনী জড়িয়ে ধরে

স্বামীর বুকে মাথা

সুখে , দুখে থাকিবো পাশে

দু মুঠো অন্ন , বস্ত্র , বাসস্থান

যথেষ্ট আমার কাছে

কাদম্বিনীর পরশ লেগে

সূর্য মেশে দিনের শেষে ।

কলমে – অমিত পাল

ফেক্‌ – সানিয়া নামের একটি মেয়ের সপ্ন ভাঙ্গার গল্প

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x