ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত টুরিস্ট স্পট বা পর্যটন কেন্দ্রগুলির নাম

আমরা এখানে ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত টুরিস্ট স্পট বা পর্যটন কেন্দ্রগুলির নাম তুলে ধরলাম ।

অন্ধ্রপ্রদেশ –

রামকৃষ্ণ বিচ, তিরুপতি, কনক দুর্গা মন্দির, আরাকু উপত্যকা, উন্দাভাল্লি গুহা, নিলোরের মন্দি্র ইত্যাদি।

অরুনাচল প্রদেশ –

রইং, তেজু, নামসাই, চ্যাংল্যাং, ভৈরবকুণ্ড ইত্যাদি।

আসাম –

কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, গুয়াহাটি, ডিব্রুগড়, ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক ইত্যাদি।

বিহার –

বিহার মিউজিয়াম, মাহাবধি মন্দির, গয়া, ভেনু ভানা পার্ক, বিশ্ব শান্তি স্তুপ, ইত্যাদি।

ছত্তিশগর –

বিবেকানন্দ সরবর , ধুয়াধারি মঠ , রত্নপুরের মন্দির, ইত্যাদি।

গোয়া –

দুধসাগর জলপ্রপাত, পালোলেম সইক্ত,আগুয়াদা দুর্গ, ব্যাজ সৈকত আরম্বল সৈকত ইত্যাদি।

গুজরাট –

ক্যালিকো মিউজিয়াম, গান্ধী আশ্রম, সুরাট দুর্গ, গির ন্যাশনাল পার্ক, দ্বারকাধীশ মন্দির, দ্বারকা সৈকত, অক্ষরধাম মন্দির, ইত্যাদি।

হরিয়ানা –

শীতালা মাতা মন্দির , কুরুক্ষেত্র প্যানোরামা, পানিপথ ইত্যাদি।

হিমাচল প্রদেশ –

শিমলা, মানালি, দলাই লামার বাড়ি, সুভাষ বাওলি, কাশৌলি ইত্যাদি।

ঝাড়খণ্ড –

নক্ষত্র ভান পার্ক, জুবিলী পার্ক, ভুবনেশ্বরী মন্দির, বাবা বৈদ্যনাথ মন্দির, বেতলা ন্যাশনাল পার্ক ইত্যাদি।

কর্ণাটক –

ব্যাঙ্গালোর প্যালেস, লালবাগ গার্ডেন, বিরুপাক্ষ মন্দির, মহাবালেশ্বর মন্দির, গোকর্ন সমুদ্র সৈকত , মুলায়নাগিরি চূড়া ইত্যাদি।

কেরালা –

তিরুবনন্তপুরম, ব্যাকওয়াটার ক্রজ, আলাপুজা বিচ, লাইটহাউস বিচ, কুমারাকম পাখি অভয়অরণ্য, ভেম্বানাদ লেক ইত্যাদি।

মধ্য প্রদেশ –

বান্ধবগর ন্যাশনাল পার্ক, কানহা টাইগার রিজার্ভ, আপার লেক, মাহাকালেশ্বর মন্দির, রাম ঘাট, সাতপুরা ন্যাশনাল পার্ক ইত্যাদি।

মহারাষ্ট্র –

বৌদ্ধ গুহা মন্দির, লোহাগড় দুর্গ, পঞ্চবতী মন্দির, ইলোরা গুহা ইত্যাদি।

মেঘালয় –

শিলং, চেরাপুঞ্জি, বলপাক্রম ন্যাশনাল পার্ক, নকরেক ন্যাশনাল পার্ক ইত্যাদি।

নাগাল্যান্ড –

কোহিমা, ডিমাপুর,নটাঙ্কি ন্যাশনাল পার্ক, মন ভিলেজ, ইত্যাদি।

উরিশ্যা –

উরিশ্যা মিউজিয়াম, বিন্দু সাগর, পুরি, চিলিকা লেক, কটক চান্দি টেম্পেল ইত্যাদি।

পাঞ্জাব –

হোম অব গোল্ডেন টেম্পেল, নেহেরু রজ্‌ গার্ডেন, মিউজিয়াম অব্‌ রুরাল লাইফ, দেবী তালাব মন্দির ইত্যাদি।

রাজস্থান –

জয়পুর , রনথম্ভোর ন্যাশনাল পারক, কার্নি মাতা টেম্পেল, জৈন মন্দির, সারিস্কা টাইগার রিজার্ভ ইত্যাদি।

সিকিম –

গ্যাংটক, নাথুলা, গুরুডংমার লেক, খংচেন্দজোঙ্গা ন্যাশনাল পার্ক, হানুমান টেম্পল, গানেশ টক, মহাত্মা গান্ধী মার্গ ইত্যাদি।

তামিলনাড়ু –

মীনাক্ষী আম্মান মন্দির, মারিনা বিচ, গভঃ মিউজিয়াম চেন্নাই, নীলগিরি পর্বত রেললাইন, ইত্যাদি।

তেলেঙ্গানা –

চারমিনার, গোলকন্ডা ফোর্ট, সালার জুং মিউজিয়াম, মক্কা মসজিদ, বিড়লা মন্দির, রামাপ্পা টেম্পেল, ইত্যাদি।

ত্রিপুরা –

নীরমহল, রুদ্রসাগর লেক, ত্রিপুরাসুন্দরী মন্দির, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ, হেরিটেজ পার্ক, ইত্যাদি।

উত্তরাখণ্ড –

ভ্যালি অব্‌ ফ্লাওয়ারস্‌ ন্যাশনাল পার্ক, রুপ কুণ্ড, হারিদ্বার, কেদারনাথ মন্দির, ত্রিভেনি ঘাট, ইত্যাদি।

উত্তর প্রদেশ –

তাজ মহল, আগ্রা ফোর্ট, শ্রী কাশী বিশ্বনাথ মন্দির, ইত্যাদি।

পশ্চিম বঙ্গ –

ভিক্টোরিয়া মেমোরিয়াল, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, হাওড়া ব্রিজ, ইন্ডিয়ান মিউজিয়াম, টাইগার হীল, জলদাপারা ন্যাশনাল পার্ক, দক্ষিণেশ্বর কালী মন্দির, কালীঘাট মন্দির, সাইন্স্‌ সিটি, বেলুর মঠ, ইডেন গার্ডেন, জেমস্‌ প্রিন্স অব্‌ ঘাট, দিঘা, ইকো পার্ক, ইত্যাদি।

প্রজেক্ট চিতা-পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী চিতার সংরক্ষণ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x