মায়ের শ্যামলা চরণ

মাগো তোর শ্যামলা চরণে

করি সহস্র……… প্রনাম ।

আমি তোর শ্যামলা সাধক

আমি তোর শ্যামলা সাধক

ডাকার মন্ত্র জানিনা,

তোর পুজতেই মগ্ন থাকি

মুখ ফিরিয়ে নিস না ।

মাগো তোর শ্যামলা চরণে

করি সহস্র প্রনাম ।

টাকা – পয়সা , গাড়ি – বাড়ি

মোহতে আর বাঁধিস না,

পেছন থেকে মায়ার টানে

আটকে আমায় রাখিস না ।

এক হাতে তোর রক্ত কাতান

অন্য হাতে মুণ্ড কাটা,

গলায় রক্ত জবার মালা

তুই আমাদের জগৎ মাতা ।

কাটা জীবে , লাজুক মুখে

রাগ যে তোর কমে না,

ভুল করে তুই স্বামীর বুকে

আর কখনো দাঁড়াস না ।

মাগো তোর চরণ খানি

জড়িয়ে আমার বক্ষে রাখি

মাগো তোর শ্যামলা চরণে

করি সহস্র প্রনাম ।

কলমে – অমিত পাল

নারকেল দিয়ে চাল কুমড়োর ঘণ্ট – নিরামিষ রেসিপি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x