পূর্বে আজও হয়নি উদিত
মোর জিবনে রবির আলো
জ্ঞানের ফুল ফোটেনি আজও
জোনাকির দল জ্বালেনি আলো
ডাকেনি কোকিল কুহু বলে
ফোটেনি কোমল শরতের পাঁকে
জমেনি শিশির ঘাসের মাঝে
ওড়েনি ঘুড়ি দুর আকাশে
হাঁফিয়ে উঠেছি একলা হেঁটে।
পূর্ণিমা চাঁদ দেয়নি আলো
মেঘলা মনে মুখ লোকালো
জ্বলেনি বাতি মন দুয়ারে
শঙ্খ আজ আর বাজেনি সুরে।
মিট মিট তারা নীল আকাশে
হাতছানি দিয়ে ডাকে বারে বারে ,
গলা ছেড়ে আর গায়না গান
গিটার হারিয়েছে নিজের প্রান
ময়ূর পেখম ম্যালেনা আর
পড়েনা মনে সুখের সাধ
হাঁফিয়ে উঠেছি একলা হেঁটে।
কলমে – অমিত পাল