রামবাবু বাড়িওয়ালা
ইয়াবড়ো ভূড়িখানা,
চোখদুটো বড়ো করে
পাকড়ায় মোঁচখানা ।
পরনে তার ছেড়া জামা
পাঁচমাস কাচে না ।
ব্যাবসায়ী মুদিওয়ালা
ধার-বাকি বোঝেনা ।
মাল কিনে হাঁটা পথে
বাড়ি ফেরে গড়িয়া ।
মশা মারে চাঁটিয়ে
চোখ মুখ বাঁকিয়ে,
কেডা মারে উঁকিরে ?
হাঁক দেয় চেঁচিয়ে ।
আম গাছে আম আছে
জাম গাছে জাম,
লাঠি নিয়ে ঘুরে দেখে
বাজারেতে কত দাম ।
ছেলে ছোড়া করে রব
এই বুঝি গেল সব,
চিন্তায় ঘুম নাই
কে যে দেবে পাহাড়া,
রামবাবু বাড়িওয়ালা, তাই-
খোঁজে আজও ভাড়াটিয়া ।।
কলমে – অমিত পাল