আঁকা বাঁকা পথ নিয়েছে শপথ
পৌঁছে দেবে সে ভীন দেশে
কেউ যায় দরকারে কেউ ফেরে বাড়িতে
পশুরাও ধেয়ে চলে
প্রভুদের আঘাতে।
লাল-নীল প্রজাপতি
লিড করে এগিয়ে
ভীন দেশী নাগা সাধু
পথ গেছে হারিয়ে
পালকিতে বউ চলে স্বামীর বাড়িতে
কলিকাতা পিছু পিছু মোটর গাড়িতে।
পোস্টম্যান ঝোলা কাঁধে
চিঠি দেয় বাড়িতে
সেলসম্যান সাইকেলে
মাল ব্যাচে চ্যাঁচিয়ে
হনহনিয়ে ব্যাগ হাতে
শ্যামবাবু বাজারে
কলসি কাঁখে রাধারানী
চলেছে যমুনাতে।
আঁকা বাঁকা পথ নিয়েছে শপথ
পৌঁছে দেবে সে ভীন দেশে।
জোনাকিরা আলো দেয়
লন্ঠন পিঠে বেঁধে
চাঁদ মামা জামা খুলে
আলো দেয় রাত্রিতে।
ভোর হলে দোর খুলে
সকলেতে নিজ কাজে
আঁকা বাঁকা লোক থাকে
নিজ নিজ মতলবে
পথ আজও নিরবে
দিনরাত তাকিয়ে
যে যখন যেতে চায়
হাত সে বাড়িয়ে
আঁকা বাঁকা পথ নিয়েছে শপথ
পৌঁছে দেবে সে ভিনদেশে।
কলমে – অমিত পাল