আইফা ২০২২ এ সেরা, প্রতি বছরের মতো, ২০২২ এ আবুধাবিতে অনুষ্ঠিত আইফার অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন কৃতি শ্যানন। মিমি ছবিতে তার দক্ষতার জন্য এই পুরষ্কার প্রাপ্তি। অন্যদিকে সর্দার উধম সিং-সিনেমার জন্য সেরা অভিনেতার পুরষ্কার পেলেন ভিকি কৌশল।
সোশ্যাল মিডিয়ায় হলুদ ড্রেসে কৃতি শ্যানন তার পুরষ্কার হাতে ছবি দিয়ে লিখেছেন আট বছর পর তার স্বপ্ন সত্যি হয়েছে। লিখেছেন মিমির জন্য প্রথম পুরষ্কার পেয়েছেন যা তিনি চিরকাল মনে রাখবেন।
শেরশাহ-আইফা অ্যাওয়ার্ডস এ সেরা সিনেমা হিসাবে স্থান পেয়েছে। বিষ্ণুবর্ধন এই সিনেমার জন্য সেরা নির্মাতার পুরষ্কার পেয়েছেন।
আরো অন্যান্য যারা সেরার শিরোপা পেয়েছেন।
সেরা গল্প -লুডো
সেরা গায়ক -জুবিন
সেরা গায়িকা –আজিজ কৌর
সেরা সঙ্গীত পরিচালক –এ আর রহমান।