আজ আমার ছুটি
ঘুম থেকে আমি , একটু……
পরে উঠি
বাজার সেরে , টিফিন করে
ইচ্ছে করে লিখি ,
হারিয়ে যাওয়া স্বপ্ন গুলো
কুড়িয়ে কুড়িয়ে আনি ।
কোথায় পাবো ?
কে জানে কোন কাগজ ওয়ালা
বস্তা পুড়ে নিয়েছে না জানি ।
ধিতাং ধিতাং বলে
এসেছে আমার ছেলে ।
হাতটি ধরে , টানটি দিয়ে
বলে , যেতে হবে তাকে নিয়ে ।
ছাড়বি না আজ বাবার হাত
সঙ্গে তোকে নিয়ে যাক
পিছন থেকে মিষ্টি হাঁসি
বিলিয়ে দিল নিজের খুশি
তাল মিলিয়ে জীবন নৌকা
পার করেছে , হাতে বইঠা ।
দশ বছরের স্বপ্ন গুলি
হাঁফিয়ে উঠেছে আজও বাড়েনি ।
বাঁধিয়ে রাখা স্মৃতির ফ্রেমে
সঙ্গে আছে অর্ধাঙ্গিনী ,
“ মা “ ও তার একমাত্র ছেলে ।
কলমে – আমিত পাল