আমি শ্বেত কপোত

১৯৪৭ সালের ১৫ ই আগষ্ট ,

মেলেছিনু ডানা

আমি শ্বেত কপোত , আকাশেতে

উরেছিনু টানা ,

উরেছিল তেরাঙ্গা নিশানা

কাল চক্ষু খানা ।

উরেছিল আতস রোশনাই

শত সূর্য পানা ,

তার মাঝে দীর্ঘশ্বাস সানাই

কত সুর নানা ।

বাহান্ন বছরেও জাগে নাই

মানব চেতনা ।

আজিও সহিছে মতো , স্বাধীনতার

প্রসব বেদনা ।।

শাশন , শোষন , উতপীরনের

অসহ্য যাতনা ।।

আমি শ্বেত কপোত , আকাশেতে

উড়িতেছি টানা

কতো স্বপ্নের – ঘুরে গেল পিছে

কাল চক্র খানা ।

তবুও শপথ , কপোত আমি

মুদি নাই ডানা ।

ভারত আজিও বাড়ায় হাত

ভিখারীর পানা –

বীদেশ সকাশে দাসত্ব আশে

গীত গাহে নানা

বাহান্ন বছরেও জাগে নাই

মানব চেতনা ।

আজিও সহিছে মতো , স্বাধীনতার

প্রসব বেদনা ।।

শাশন , শোষন , উতপীরনের

অসহ্য যাতনা ।।

আমি শ্বেত কপোত , আকাশেতে

উড়িতেছি টানা

কলমে – সুদর্শন সাউ

ফ্ল্যাট কেনার আগে জেনে নিন বিভিন্ন খুটিনাটি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Beekshmaan Show
2 years ago

দারূন হয়েছে

1
0
Would love your thoughts, please comment.x
()
x