টানা টানা নয়নে তোর
কাজল কেন ল্যাপা রে মা ?
ত্রিনয়ন থাকতেও কেন
এ ভুবনে ঝুট ঝামেলা ,
ভিন্ন মানুষ ভিন্ন ভাবে
তোর ডাকেতে অশ্রু ফেলে ।……2
সামনে কেনো তবু
তুই আসিস না ?
তবে কি তুই ভালোবাসিস না ?
লাজুক মুখে , কাটা জীবে
খড়গ হস্তে , বিশ্ব জুরে
দাপিয়ে তুই বেড়াস রে মা ,
টানা টানা নয়নে তোর
কাজল কেন ল্যাপা রে মা ?…..2
শ্রেষ্ঠত্বের কারিগরি
কেন এত ছলনা
গৃহের মাঝে রণক্ষেত্র
পূর্ণ করে বাসনা
ত্রিনয়ন থাকতেও কেন
এ ভুবনে ঝুট ঝামেলা ,
পূর্ণ করে দে মা তুই
ক্ষুত রাখা ঐ অপূর্ণতা
দাকাত কালী ডাকিনী তুই
দেখা এবার দে না
টানা টানা নয়নে তোর
কাজল কেন ল্যাপা রে মা
কাজল কেন ল্যাপা ?
কলমে – অমিত পাল