গুডবাই ফুয়েল । হ্যালো ইলেকট্রিক , বাজারে আসছে Tata Nexon EV ইলেকট্রিক কার

Tata Nexon EV এটি টাটা মোটরস এর তৈরি  ইলেকট্রিক কার যা বাজারে আগ্নিমুল্য তেলের দাম থেকে কিছুটা হলেও স্বস্থি দেবে রোজকার গাড়ি ব্যবহারকারী দের ।

ইনসাইড ও আউটসাইড এর দুর্দান্ত ডিজাইন ছাড়াও এই গারিতে যা রয়েছে এবং যা সুবিধা পাবেন ।

১.       ০ – ১০০ কিমি / ঘণ্টা পর্যন্ত গতিবেগ ।

২.       সাধারন ১৫ অ্যাম্পায়র প্লাগ পয়েন্ট থেকে চার্জ করার সুবিধা ।

৩.      এক ঘণ্টায় ০% – ৪০% পর্যন্ত চার্জিং হয় কমবইন চার্জিং সিস্টেমে ।

৪.      সাধারন ১৫ অ্যাম্পায়র প্লাগ থেকে ৮.৫ ঘণ্টায় ১০% – ৯০% চার্জ হয় ।

৫.     Z – Connect অ্যাপ এর মাধ্যমে আপডেট ।

৬.      ডবল এয়ারব্যাগ এর সেফটি ।

৭.      ট্যাক্স এর সুবিধা ইন্ডিভিজুয়াল মালিকদের জন্য ।

৮.     পাঁচ বছরে এক লাখ এর মতো খরচ সঞ্চয় ।

৯.      প্রতিদিনের খরচ প্রতি কিমি অনেক কম ।

১০.     ভারতের প্রথম ৫ তারা গাড়ি Nexon ।

১১.      আট বছরে /১.৬ লাখ কিমি ওয়ারেন্টি ব্যাটারি ও মোটর এ ।

টাটা মোটরস এর Tata Nexon EV বাজারে আসার আগে থেকেই এই গাড়ির বুকিং তুঙ্গে ।

ফ্ল্যাট কেনার আগে জেনে নিন বিভিন্ন খুটিনাটি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x