Tata Nexon EV এটি টাটা মোটরস এর তৈরি ইলেকট্রিক কার যা বাজারে আগ্নিমুল্য তেলের দাম থেকে কিছুটা হলেও স্বস্থি দেবে রোজকার গাড়ি ব্যবহারকারী দের ।
ইনসাইড ও আউটসাইড এর দুর্দান্ত ডিজাইন ছাড়াও এই গারিতে যা রয়েছে এবং যা সুবিধা পাবেন ।
১. ০ – ১০০ কিমি / ঘণ্টা পর্যন্ত গতিবেগ ।
২. সাধারন ১৫ অ্যাম্পায়র প্লাগ পয়েন্ট থেকে চার্জ করার সুবিধা ।
৩. এক ঘণ্টায় ০% – ৪০% পর্যন্ত চার্জিং হয় কমবইন চার্জিং সিস্টেমে ।
৪. সাধারন ১৫ অ্যাম্পায়র প্লাগ থেকে ৮.৫ ঘণ্টায় ১০% – ৯০% চার্জ হয় ।
৫. Z – Connect অ্যাপ এর মাধ্যমে আপডেট ।
৬. ডবল এয়ারব্যাগ এর সেফটি ।
৭. ট্যাক্স এর সুবিধা ইন্ডিভিজুয়াল মালিকদের জন্য ।
৮. পাঁচ বছরে এক লাখ এর মতো খরচ সঞ্চয় ।
৯. প্রতিদিনের খরচ প্রতি কিমি অনেক কম ।
১০. ভারতের প্রথম ৫ তারা গাড়ি Nexon ।
১১. আট বছরে /১.৬ লাখ কিমি ওয়ারেন্টি ব্যাটারি ও মোটর এ ।
টাটা মোটরস এর Tata Nexon EV বাজারে আসার আগে থেকেই এই গাড়ির বুকিং তুঙ্গে ।