চায়ের পেয়ালা হাতে ঝুলন্ত দোলনাতে,
দেখি তোকে রোজ সকালে ।
উড়ন্ত ওড়নাতে, তোর ব্যালকনিতে
তোকে বড় মিষ্টি লাগে…
কোন ঘেঁষা বেডরুমে, না ঘুমিয়ে রাত্রিতে
রোজ তোকে নতুন লাগে ।
নতুন লাগে ।
চায়ের পেয়ালা হাতে ঝুলন্ত দোলনাতে
দেখি তোকে রোজ সকালে …
শিঊলির গন্ধতে, হৃদয়ের স্পন্দনে
তোকে মণ চাইছে কাছে ।
তোর সূরে কোকিলে, কুহু বলে সকালে
ফুরফুরে মণটা লাগে ।
এলোমেলো খোলাচুলে, পাখিদের কলরবে
তোকে পেতে ইচ্ছা করে ।
দুচোখের স্বপ্নতে, ভাঙা ভাঙা মেঘ ভাসে
কবে তুই আসবি কাছে ?
চায়ের পেয়ালা হাতে ঝুলন্ত দোলনাতে
দোল খেতে দেখি সকালে ।
মিসড কল দেখে ফোনে, তোর কথা মনে পরে
কবে তুই আসবি কাছে ?
বাসে, ট্রামে, ট্যাক্সিতে, দেখি নাতো রাস্তাতে
কত কথা মনে জমে আছে
কবে তুই আসবি কাছে ?
চিলেকোঠা, জানালাতে, চড়াইতে বাসা বাঁধে
আমি ঘর বাঁধবো কবে ?
কবে তুই আসবি কাছে ?
চায়ের পেয়ালা হাতে ঝুলন্ত দোলনাতে
দেখি তোকে রোজ সকালে ।
কলমেঃ- অমিত পাল