পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলির নাম ও অবস্থান

জেনে নিন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলির নাম ও অবস্থান

১> গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় – মালদা ।

২> বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় – বেকবাগান ।

৩> বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় – কল্যাণী ।

৪> বর্ধমান বিশ্ববিদ্যালয় – ভবানিপুর, কল-২৫ ।

৫> কলকাতা বিশ্ববিদ্যালয় – কলেজ স্ট্রিট, কল – ৭৩ ।

৬> বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় – মিদনাপুর ।

৭> টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি – কলকাতা ।

৮> কাজি নজরুল ইউনিভার্সিটি – আসানসোল ।

৯> উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় – সেক্টর –৩, কল -৬১ ।

১০> যাদবপুর বিশ্ববিদ্যালয় – যাদবপুর, কল – ১৬ ।

১১> প্রেসিডেন্সি ইউনিভার্সিটি – কলেজ স্ট্রিট, কল – ৭৩ ।

১২> উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় – কোচবিহার ।

১৩> রবিন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় – বি. টি রোড, কল – ৫০ ।

১৪> সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় – নিউটাউন, কল – ১৫৬ ।

১৫> সিদো-কানহো-বির্ষা বিশ্ববিদ্যালয় – পুরুলিয়া ও বাঁকুড়া

১৬> নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি – সেক্টর-১, কল-৬৪ ।

১৭> টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি – সেক্টর-১, কল-৯১ ।

১৮> ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি – বামনপুকুরিয়া, বারাসাত ।

১৯> ইন্দিরা গান্ধী ন্যাশেনাল ওপেন ইউনিভার্সিটি – সল্টলেক ।

২০> আলিয়া বিশ্ববিদ্যালয় – হাজী মহম্মদ মহসীন স্কয়ার, কল- ১৬ ।

২১> ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব্‌ টেকনোলজি – সল্টলেক, কল -৬৪ ।

২২> বেঙ্গল ইঞ্জিনিয়ারিং এন্ড সায়েন্স ইউনিভার্সিটি – শিবপুর, হাওড়া ।

২৩> রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনঃ – বেলুড় মঠ, হাওড়া ।

২৪> ইন্ডিয়ান ইনঃ অব্‌ ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজি – শিবপুর, হাওড়া ।

২৫> পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস বিজ্ঞান বিশ্ববিদ্যালয় – দ্বারকানাথ ঠাকুর লেন, কল – ৭ ।

২৬> ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব্‌ জুরিডিকাল সায়েন্স – সেক্টর – ৩, সল্ট লেক ।

কলকাতার নামকরা বেসরকারী  স্কুল গুলির নাম

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x