পুচকি আমার বোন ,
মুচকি হেঁসে ,
হাত ঝাঁকিয়ে
বলে , এই দাদা শোন।
যাবো আমি তোদের বাড়ি
খেলবো রেলগাড়ি
বন্দুকটা বার করে তোর
করব আমরা মারামারি
চোর গুলোকে যুক্তি করে
ধরব আমরা তারাতারি।
ভাল্লুকটা বারান্দাতে
করছে বড় বারাবারি
তাক করে তুই বন্দুকটা
ছুড়বি গুলি তারাতারি ।
উঠনে তে বিড়াল ছানা
দুই জনেতে করব তাড়া
দেখব টিভি হাঁফিয়ে গেলে
ডোরেমান আর হাঁদা-ভোঁদা
জ্বালিয়ে লাইট , চালিয়ে পাখা
না ঘুমিয়ে দুপুর বেলা
চেঁচিয়ে যখন উঠবে পিসি
পড়ব শুয়ে চুপিচুপি।
ঘুমিয়ে যখন পড়বে সবাই
করব আবার হাতাহাতি।
কলমে – অমিত পাল