প্যান আধার লিঙ্ক করার জন্য এক বছরেরও বেশি সময় ধরে সরকারি ভাবে জানানো হয়েছে, ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত প্যান আধার লিঙ্ক করার প্রণালী ফ্রি থাকলেও মার্চ মাসের পর থেকে ফাইন দিয়ে লিঙ্ক করা যাচ্ছে। ২০২৩ সালের মার্চ মাসের পর এই প্যান আধার লিঙ্ক পাঁচ গুন টাঁকা বেশি চার্জ দিয়ে করা যাবে।
প্যান আধার লিঙ্ক করা আছে কি না তা চেক করা যাবে ফ্রি তে , ২০২২ সালের জুন পর্যন্ত ৫০০ টাকা ও এর পর ১০০০ টাকা ফাইন দিয়ে লিঙ্ক করা যাবে আর ২০২৩ মার্চের পর ফাইন বেড়ে ৫০০০ টাকা হবে জানানো হয়েছে। যে ওয়েব সাইট গুলির মাধ্যমে আধার ও প্যান কার্ডের লিঙ্ক করা যাবে সেই সাইট গুলি হল ১) https://incometax.gov.in 2) https://www.utiitsl.com 3) https://www.egov-nsdl.co.in
Table of Contents
প্যান আধার লিঙ্ক কিভাবে করতে হবে?
আয়কর ই ফাইলিং পোর্টাল বা উপরের যে কোন একটি লিঙ্ক খুলে, ইউজার আইডি, পাসওয়ার্ড ও জন্ম তারিখ দিয়ে লগইন করুন। ইউজার আইডি হবে প্যান নম্বর। এরপর পপ আপ এলে আধার প্যান লিঙ্ক করার জন্য ক্লিক করুন অথবা মেনুবারে প্রোফাইল সেটিংসে গিয়ে লিঙ্ক আধার এ ক্লিক করতে হবে।
আধার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, প্যান নম্বর পূরণ করতে হবে। এরপর আধার প্যান লিঙ্ক যাচাই করলে দেখাবে লিঙ্ক আছে কি না।
বিবরন মিললে আধার নম্বর বসিয়ে লিঙ্ক বোতামে ক্লিক করতে হবে।
পেমেন্ট ও অন্যান্য প্রসেস সম্পূর্ণ ঠিক হলে পপ আপ এ দেখাবে আপনার আধার সফলভাবে আপনার প্যান এর সাথে যুক্ত হয়েছে বা your PAN is already linked to given Aadhar——
প্যান আধার লিঙ্ক করার জন্য কেন ফাইন চালু হল?
জালিয়াতি বা বেআইনি লেনদেন বন্ধ করতে বা কমাতে বিভিন্ন ভাবে ভারত সরকার প্যান আধার লিঙ্ক করার কথা ঘোষণা করেছে। ২০২২ সালের মার্চ পর্যন্ত এই লিঙ্ক করা ফ্রি তে ছিল, ২০২২ সালের জুন মাস পর্যন্ত ৫০০ টাকা ছিল ও ২০২৩ এর ৩১ মার্চ পর্যন্ত ১০০০ টাকা চার্জ দিয়ে করা যাবে।
কিন্তু এখনও অনেক ভারত বাসীর এই লিঙ্ক করার প্রয়োজনীয়তা সম্বন্ধে বোধগম্য হয়নি তাই ২০২২ সালের ৩১ মার্চ এর পর ৫০০০ টাকা চার্জ দিয়ে এই আধার প্যান কার্ড লিঙ্ক করা যাবে। এবং এর পর হয়তো আরও বেসি চার্জ দিয়ে করা যাবে বা প্যান কার্ড বাতিল করা হতে পারে।
আধার প্যান কার্ড লিঙ্ক না থাকলে যে অসুবিধা গুলি হবে
প্যান কার্ড বাতিল হতে পারে।
ব্যাঙ্ক থেকে টাকা তোলা বা জমা দেওয়া যাবে না।
নতুন অ্যাকাউন্ট খোলা বা সঞ্চয় করা যাবে না।
ফিক্সড ডিপোজিট বা অন্যান্য সঞ্চয় ব্লক হয়ে যাবে।
শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যাবে না।
সম্পত্তি কেনা বেচা করা যাবে না।
কোন ব্যাবসা রেজিস্টার করা যাবে না।
ব্যাঙ্ক থেকে মাইনা বা পেনশন পাওয়া যাবে না।
বিকোন ব্যাবসা রেজিস্টার করা যাবে না।
কোন লোণ পাওয়া যাবে না।
গাড়ি কেনা বেচা বা রেজিস্ট্রি করা যাবে না।
৫০ হাজারের বেশি ক্যাস, ড্রাফট বা চেক ব্যাবহার করা যাবে না।
অনলাইন পেমেন্ট বন্ধ হয়ে যাবে নিদিষ্ট সময় পর।
কোন ভাতা বা অন্যান্য রকম আয় বন্ধ করা হবে।
তাই যত শীঘ্র সম্ভব প্যান আধার লিঙ্ক করাটা খুবই প্রয়োজনীয়।
আশা করি লেখাটি ভালো লাগলো, লাইক ও কমেন্ট করে উৎসাহিত করুন।
আবার দেখা হবে পরবর্তী লেখাতে।
স্ট্রেস কমানোর উপায় : ১০টি কার্যকর উপায় -শিক্ষার্থীদের জন্য