২০২২ সালে,১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ৭২তম জন্মদিনে প্রজেক্ট চিতার শুভারম্ভ করেছেন।ভারতে চিতা বিলুপ্তি হয়েছে ৭৪ বছর আগে।প্রায় ১২বছর ধরে আলোচনার পর ভারতে ফিরেছে চিতা।এই দিন নামিবিয়া থেকে আকাশপথে ভারতে আনা হয় ৮ খানা চিতাকে।এদেরকে প্রথম ৩০দিনের জন্য আলাদা রাখা হবে, আবহাওয়া ও এলাকার সাথে ধাতস্থ হওয়ার জন্য রাখা হবে মধ্যপ্রদেশের কুনো পালপুর ন্যাশানাল পার্কে।
এদিন ভারতে আনা চিতা গুলির মধ্যে তিনটি পুরুষ ও পাঁচটি মহিলা চিতা আছে।এদের বিশেষ বিমানে করে আফ্রিকার নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে এদের সংখ্যা আরও বাড়ানো হবে।নামিবিয়া ছারাও দক্ষিণ আফ্রিকা থেকে আনা হতে পারে আরও কিছু চিতা।
প্রায় নব্বই কোটির চিতা প্রজেক্টর ফলে চিতা সংরক্ষণ এর সাথে সাথে ইকো ট্যুরিজম এ আমদানি বাড়ার সম্ভাবনা আছে।
নামিবিয়াতে চিতাগুলিকে ধরার পর এদের গলায় বেল্টের মতো ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেওয়া হয়।ভারতের কোন স্থান উপযুক্ত হবে তা অনেকদিন আগে থেকেই নামিবিয়ার বৈজ্ঞানিকরা পর্যবেক্ষণ করার পরই মধ্যপ্রদেশের কুনো পালপুর এলাকাকে উপযুক্ত বলে এখানে প্রজেক্ট চিতা সংরক্ষণ শুরু করা হয়েছে।
আশা করা যাচ্ছে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে বাইরে থেকে আনা ছারাও নতুন চিতার জন্ম হবে ভারতে।
Subscribe
Login
0 Comments
Oldest