বসন্ত আজ ডাক দিয়েছে
আয় রে আয় ছুটে,
বাঁধন সবই ছিন্ন করে
মাতবো রঙের দেশে।
দল করে নয় , বল দিয়ে নয়
মুক্ত গগন তলে।
নয়গো শুধু লাল সবুজে
সাজবো রঙীন বেশে।
আয়রে আয় ছুটে
বসন্ত আজ ডাক দিয়েছে
মুক্ত মন চিত্তে……
দাও মুছে আজ কালিমা সব
চূর্ন করো মিথ্যে।
ভোরের বেলায় রবির সাথে
কোকিল কুহু বলে,
তুলির ছোঁয়ায় রং লেগেছে
রঙীন আজ এই বসন্তে ।
কলমে – অমিত পাল