ঝিরি ঝিরি বৃষ্টিতে
মুখে হাঁসি ফুটেছে,
মিঠে মিঠে কথাতে
তোকে মনে ধরেছে ….
তুই মনের ঝড়ো হওয়া
নীল আকাশে হারিয়ে যাওয়া
ঘোমটা দেওয়া ওড়নাতে
তোকে ভালো লাগছে রে,
মেঘলা দিনে বৃষ্টিতে
শুভদৃষ্টি হয়ে গেছে ।
ওরে মনে বান এসেছে
ধীরে ধীরে ঢেউ উঠেছে
হাবুডুবু খাচ্ছি আমি
ঢেউ এ ভেসে জাচ্ছি রে ।
ঝিরি ঝিরি বৃষ্টিতে
মুখে হাঁসি ফুটেছে
তোর ভালোবাসাতে
মন পাল তুলেছে
তোর কাছে আসতে
মনে রং লেগেছে
তোর আমার বোঝাপরা
হিংসে করে সূর্যি মামা ।
মেঘের কোলে রোদ উঠেছে
তোর সাথে আজ ভাব জমেছে ।
হারিয়ে যাওয়া স্বপ্ন গুলো
একসাথে আজ মালা গেঁথেছে,
তোর কপালে লাল টিপেতে
আমায় দুষ্টু করেছে ।
তোর মনেতে দুষ্টুমির
আজ , ছায়া পড়েছে
তুই আমার দুষ্টু সাথী
রঙিন মনের দৃষ্টিতে,
ঝিড়ি ঝিড়ি বৃষ্টিতে
ঝিরি ঝিরি বৃষ্টিতে।
কলমে – অমিত পাল
গরমকালে বাঙালির প্রিয় এঁচোড়ের তরকারি যা মাংসের স্বাদকে হার মানাবে