ছিঁড়ে গেছে
গীটারের তার
বে – সুরে তাই
গাইবো না আজ আর ।
জরিয়ে রেখেছি কতকাল বুকে
গেয়েছি কত যে গান ।
ব্যর্থ দিনের সঙ্গী হয়ে
কত যে আছে অভিমান
হায় হায় হায় হায়…….2
ছিঁড়ে গেছে যে তার ,
কোনে রাখা গীটারের
ফেলে আসা দিন গুলি
পিছু ডাকে বার বার
লেক পাড়ে দোল খাওয়া
গীটারের বন্ধুরা
শুনবে না গান আজ আর
হায় হায় হায় হায় …….2
ছিঁড়ে গেছে যে তার
ইভিনিং ওয়াক এ আসা
বন্ধুরা খুজে যাবে,
ডুবে যাবে সূর্য যে
পারবে না গীটার আর
শোনাতে নতুন সূর
ছারবেনা মাথা আর
চা নিয়ে ও দশ ভাঁড়
হায় হায় হায় হায় ……2
ছিঁড়ে গেছে যে তার ।
পাশে বসে গান শোনা
কাধেতে মাথা রাখা
হবেনা আর আজ
গীটারের ছেড়া তার ।
কোকিলে মুখ তুলে
কুহু যে ডাকবে না
বসন্তের এই সূর
আজ আর আসবেনা ।
হায় হায় হায় হায়
হায় হায় হায় হায়
ছিড়ে গেছে যে তার
গীটারের তার ।
কলমে – অমিত পাল