ওরে ব্যাটা নন্দ

ওরে ব্যাটা নন্দ করিস না মন্দ,

বাঁকা পথে হেঁটে আর

হারাসনা ছন্দ,

জলে দুধে মিশে যাবে

বারাসনা দন্ধ ।

ওরে ব্যাটা নন্দ করিসনা মন্দ,

বাজে চোখে তাকাস না

হয়ে জাবি অন্ধ ।

ডানা মেলে স্বপ্ন

কর দেখা বন্ধ

ওরে ব্যাটা নন্দ করিস না মন্দ,

ভালো বেসে আর তুই

দেখাস না রঙ্গ  ।

খোলা মাঠে হাঁড়ি ভেঙে

ছেড়ে দেবো সঙ্গ ।

ওরে ব্যাটা নন্দ করিস না মন্দ,

আজ আছে কাল নেই

ধুরি বাজি বন্ধ,

হাটে নিয়ে রিমোট টা

আছে যে গোবিন্দ ।

কলমেঃ- অমিত পাল

যে সমস্থ খাবার আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ariyan
Ariyan
2 years ago

Op poem 👍👍

1
0
Would love your thoughts, please comment.x
()
x