কলকাতায় নিজের জীবনের শেষ গান করে গেলেন কেকে
কোলকাতার নজরুল মঞ্চে তার জীবনের শেষ গান শুনিয়ে গেলেন কেকে। পুরো নাম কৃষ্ণকুমার কুন্নাথ। কোলকাতায় এসে খুবই আনন্দিত ছিলেন কেকে। খুবই উচ্ছাসিত ভাবে মাতিয়ে রেখেছিলেন মঞ্চ ভর্তি শ্রতাদের । ৩১শে মে , ২০২২ মঙ্গলবার সন্ধে ৬টা ৪৫ নাগাদ নজরুল মঞ্চে আসেন অনুষ্ঠান করতে ও ৮ টার কিছু পরে বেরিয়ে যান নজরুল মঞ্চ ছেড়ে হোটেলে। অনুষ্ঠান … Read more