দিনের শেষে

দিনের শেষে

চাসার ছেলে বাসায় ফেরে দিনের শেষে কাদা মেখে মুখের পানে তাকিয়ে হাঁসে অর্ধাঙ্গীনি আর ছেলে মেয়ে , সর্ষের চাষ করে কষ্টে দিন কাটে কাদম্বিনীর পরশ লেগে সূর্য মেশে দিনের শেষে । মুক্ত ঝরায় হাঁসি মুখে বিলীন হয়ে অশ্রু স্নেহে পাশের বাড়ির কুন্তি মাসি সাঁঝের বেলায় নিত্য লড়ে ভরন পোষণ , বাড়তি পাওনা এসব ছাড়া আশ … Read more